লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

২৫ আগস্ট, ২০১১

আসুন দেখি ভবিষ্যতে টিভির সংবাদে আর কি কি বিজ্ঞাপন ব্যবহার হতে পারে


প্রিন্ট মিডিয়ার মত ইলেকট্রিক মিডিয়াও এখন বিজ্ঞাপন দ্বারা দখল হয়ে গেছে । অমুক ব্যাংক খেলার সংবাদ , তমুক ব্যাংক আন্তর্জাতিক সংবাদ । বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় সংবাদ না বিজ্ঞাপনের সংবাদ শুনছি । কয়দিন পর লাইনে লাইনে বিজ্ঞাপন ঢুকে যাবে । আসুন দেখা যাক ভবিষ্যতে আরও কি কি বিজ্ঞাপন সংবাদ শিরোনাম হতে পারে

১. শুরুতেই দেশের সংবাদ । তাই দেশের গুরুত্বপূর্ণ কোন পণ্যের এ্যাড

# আবুল জুট দেশের সংবাদ

২. লাগামহীন বাজারের সংবাদ পরিবেশনের আগে

# খান খান চিনি বাণিজ্য সংবাদ

৩. রাস্তার যে অবস্থা সড়ক দূর্ঘটনা বর্তমানে বাংলা সংবাদের অবিচ্ছেদ্য অংশ । আর তাই শিরোনাম

# পাজী টায়ার দূর্ঘটনা সংবাদ

৪. বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা মারামারি করেছে সেই খবরের বিজ্ঞাপন যুক্ত শিরোনাম

# রুস্তম চাপাতি বিশ্ববিদ্যালয় মারামারির সংবাদ

৫. কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিছে সে খবরও আজ বিজ্ঞাপনের দখলে

# মধু মিষ্টি এসএসসির রেজাল্টের সংবাদ

৬. এরপর আসে আন্তর্জাতিক সংবাদ । সেখানে শিরোনামটা দেখুন

# ধানক্ষেত এয়ারলাইনস আন্তর্জাতিক সংবাদ । শুরুতেই লন্ডনের রাস্তায় ইঁদুর উৎপাত নিউজ

৭. অতিগুরুত্বপূর্ণ একটা খবর আবহাওয়ার সংবাদ । তার শিরোনাম

# ডান্ডি ছাড়া ছাতা আবহাওয়ার সংবাদ

৮. খেলার সংবাদ হল খবরের উপসংহার । আর তাই শিরোনাম

# করিম ব্রিকস খেলার সংবাদ । শুরুতেই জাতীয় কুতকুত টুর্ণামেন্টের খবর


কিছু কিছু চ্যানেলে নতুন যোগ হইছে এই উৎপাত । তাই আমিও যোগ করলাম

৯. খবরেও এখন গান বাজনা হয় জানেন তো ?? আর তাই

# ঢুলি তবলা সাংস্কৃতিক সংবাদ । আওয়ামী চ্যানেল হলে জয় বাংলা বাংলার জয় , বিএনপি চ্যানেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes