লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

৩১ জুলাই, ২০১১

একটা খুন করতে যাচ্ছি । পারলে ঠেকান দেখি

আগে ভাবতাম কাউকে খুন করতে কেমন লাগে ? যদি কাউকে খুন করতে পারতাম । আহ আভবনাটা ভাবনাতেই ছিল । যানতাম এমন ভাবনা কখনও পূরণ হয় না



কিন্তু সময়ের বিবর্তনে কত কিছুইনা ঘটে । এবার মনে হচ্ছে আমার ইচ্ছাটা পূরণ হওয়ার একটা চান্স আসছে । তবে এখনও জানি না কাকে খুন করব । ভেবেও পাচ্ছিনা খুন করার মত আমার কোন শত্রু আছে কিনা । তাই ভাবছি ভাড়ায় কাউকে খুন করব । আমাগো রাজনৈতিক নেতাদের অনেক শত্রু । তারা চাইলেও অনেককেই খুন করতে পারেন না । তাই ভাবতাছি তাদের খুন করার কাজটা আমিই করে দিমু । চামে আমার ইচ্ছাটাও পূরণ হইল


কি ভাবছেন ? আমি পাগল ? নাহ । সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিছি । খুন আমি করবই । আর ফাঁসির ভয় ? হা হা হা । আমাকে ফাঁসি দিবে কে ? মহামান্য আদালত ? খিক খিকজ্জ । কথায় আছে বাপেরও বাপ আছে । আরে সর্বোচ্চ আদালতেরও বাপ আছে । কেডা ?? আমাগো অলস রাষ্ট্রপতি..!!


যে নেতাই আমারে দিয়া খুন করাক শর্ত একটাই । ক্ষমতায় গেলে অথর্ব রাষ্ট্রপতি দিয়া আমারে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে , আর কিছুই না



আমাদের দেশের অতীত রাষ্ট্রপতিদের ক্ষমার মাহাত্ব দেখে আমি ভয় ডর ভুলে খুন করার সিদ্ধান্ত নিছি




ইনি ড: ইয়াজউদ্দিন আহমেদ । হাওয়া থেকে পাওয়া নির্দেশে ক্ষমা করেছিলেন খুনি মহিউদ্দিন ঝিন্টুকে । ওরে আমার আদেশ পালনকারীরে




বয়োবৃদ্ধ রাষ্ট্রপতি জিল্লুর রহমান । খুনের বিপ্লব ঘটানো বিপ্লবকে ক্ষমা ঘোষণাকারী । মহান বিপ্লবী



জি ঠিক ধরেছেন , ইনি আমাগো ভবিষ্যত রাষ্ট্রপতি । ইনি স্বঘোষিত ভবিষ্যত খুনী মেঘ কান্যবে ক্ষমা ঘোষণা করবে



এইযে দেখেন ভয় ডরহীন মেঘ কাব্য নিশ্চিন্তে কেমনে বিড়ি টানতাছে

হাহ হা, কি বুঝলেন ?

১৪ জুলাই, ২০১১

আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । মাদ্রসা শিক্ষা ব্যবস্থা আজ কোথায় ??


আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । আজকের প্রথম আলোর খবরটা পড়ুন ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে

গত কয়েকদিনের পত্র পত্রিকা ধর্ষণ বা যৌন নির্যাতনের খবরাখবর নিয়ে বেশ গরম । পরিমল কাহিনীর পর টানা কয়েকদিন পত্রিকায় ধর্ষণের খবর আসছে । দেখুন গত কয়েকদিনের ধর্ষণের খবরগুলো ।

১. ১৩ বছরের বালিকা ধর্ষণের শিকার ৭৫ বছরের মক্তব শিক্ষকের কাছে
২. স্কুল ছাত্রীর ধর্ষনের ছবি ইন্টারনেটে দেয়ার অভিযোগে মাদ্রাসা ছাত্রের নামে মামলা
৩. চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের শিকার
৪. উখিয়ায় অপহরণের পর শিশুকে ধর্ষণ!
৫. ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আখাউড়ায় শিক্ষক গ্রেপ্তার
৬. ‘মাইয়াডারে নিইয়া অন্যের বাড়িতে আশ্রয় নিছি’

এরই ধারাবাহিকতায় সর্বশেষ উদাহরণ হল আজকের এই ঘটনা । ফেছবুকে পাভেল ভাই একটা লিঙ্কটা শেয়ার করেছেন এভাবে
Pavel Mohitul Alam
‎'পরিমল-জাকির'দের কোনো ধর্ম নেই। এদের একটাই পরিচয়- এরা ধর্ষক!
'ছাত্রী' না, 'ছাত্র'কে যৌন নির্যাতন করে গ্রেফতার হয়েছেন মাদ্রাসা শিক্ষক জাকির।
যারা এতদিন বলেছেন, বোরকা পড়লে কোনো মেয়ে ধর্ষিতা হয় না, তারা এখন কী বলবেন? ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ছেলেটারও কি বোরকা পড়া উচিৎ ছিল?


কিছু হুজুর টাইপ মৌলানা মাদ্রাসা শিক্ষা নিয়া এত লাফালাফি করেন , আচ্ছা বলুন তো মাদ্রাসা তাহলে কি শেখাচ্ছে ?? মাদ্রাসা থেকে কি নৈতিকতা মুছে গেল ? ধর্ষণগুলোর তালিকা থেকে দেখা যায় স্কুলের শিক্ষকেরা যেমন যৌন নির্যাতন করে তেমনি মাদ্রাসার শিক্ষকেরাও বাদ যান নি । তাহলে প্রশ্ন উঠে মাদ্রাসায় কি নৈতিকতা শিক্ষা দেয়া হয় না ?? এমন নির্যাতনকারী হুজুর মাদ্রাসার শিক্ষার্থীদের কি নৈতিকতা শিক্ষা দেবেন তা আমার বোধগম্য না । ভাবতে কষ্ট হয় এত এককালের সনামধন্য মাদ্রাসার আজ এ হাল কেন ? এর জন্য দায়ী কে ? উগ্র মৌলবাদ নয় তো ?

পত্রপত্রিকায় ধর্ষণের কোন খবর এলেই কিছু হুজুর টাইপ ব্লগার মেয়েদের পোষাক নিয়ে প্রশ্ন তোলেন । তাহলে আজকের ঘটনায় পাভেল ভাইয়ের মত বলতে হয় "ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ছেলেটারও কি বোরকা পড়া উচিৎ ছিল?"

ধর্ষণের লিস্টটা ব্লগার নষ্ট নীড়ের গত দিনের ধর্ষন সমাচার পোস্ট থেকে নেয়া । তাই কৃতজ্ঞতা তার প্রতি

৩ জুলাই, ২০১১

দেশের সম্পদ রক্ষায় টোকাইদের হরতাল ও টোকাইদের উপর পুলিশি নির্যাতন এবং একজন অসহায় টোকাইয়ের আর্তনাদ


আমি কোন দল করিনা । কারও আদর্শ আকড়ে ধরে পরেও থাকি না । আমি শুধু বুঝি কোনটা ভাল আর কোনটা মন্দ । আমি হরতাল সমর্থন করিনা । কারণ এমনিতেই ছুটির ফাঁদে বহির্বিশ্বের সাথে ব্যবসা যেনতেন । এর মধ্যে হরতাল বাজায় দেশের বারটা । তাই সারাজীবন হরতাল থেকে দূরেই থেকেছি । কিন্তু প্রথমবারের মত আজ মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে আমি সমর্থন দিয়েছি । কেন দিয়েছি ? হা হা হা...কেন দেব না ? বিদেশী একটা কোম্পানী আমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে আর আমরা তা সহ্য করে যাব ? না , কখনই না

আমি টোকাই । হ্যা আমি একজন টোকাই । আমি তথাকথিত দেশপ্রেমিক না । কিন্তু জন্মসূত্রে আমি এই মায়ের সন্তান । আর উত্তরাধিকার সূত্রে আমার মায়ের সম্পদের উপর আমার ভাগ আছে । দেখি আমার মায়ের সম্পদ আমার থেকে কে কেড়ে নিতে আসে ।


হ্যা আজকের হরতাল ছিল বাঁচা মরার লড়াই । সরকার(দেশপ্রেমিক) এর সাথে টোকাইদের লড়াই । আর টোকাইরা কিন্তু নিজেদের অধিকার কখনই ছাড়ে না ।



টোকাইদের উপর আওয়ামী ফ্যাসিবাদী তথাকথিত দেশপ্রেমিক সরকারের লেলিয়ে দেয়া পুলিশের নির্যাতন ।




এরা কোন রাজনৈতিক দলের কর্মী না । এরা দেশপ্রেমিক না । এরা টোকাই । কিন্তু এদের দেশের প্রতি ভালবাসা আছে । দেশের সম্পদ রক্ষার জন্যই এরা আজ রাস্তায় নেমেছে । টোকাইদের উপর পুলিশের এমন হামলার প্রতিবাদ জানাচ্ছি



সরকার বলে হরতালকারীরা নাকি দেশদ্রোহী । দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদ যদি দেশদ্রোহীতা হয় , তাহলে ঘর , জমি , নিজেদের স্বার্থের জন্য হরতাল দেয়া বিএনপি, আওয়ামী লীগ ও তথাকথিত রাজনৈতিক দলগুলো কি ???


আমাদের সম্পদ আমাদের আগামী দিনের উন্নতির পাথেয় । আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাইলে এই সম্পদ আমাদেরই দরকার । না হলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না ।


সবগুলো ছবি ফেছবুক থেকে নেওয়া

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes