লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

২৬ আগস্ট, ২০১১

ফেছবুকের মজার কিছু রাজনৈতিক স্ট্যাটাস । না দেখলেই মিস


১. যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী
"
"
"
"
"
"
"
লোকটাকে আমার স্যালূট করতে ইচ্ছে করছে । এতদিনে বেটার বুদ্ধি খুলছে । ব্যার্থতা ঢাকার জন্য যে বিরোধী দলের উপর দোষ চাপানোর নিয়ম সেটা উনি এতদিনে বুঝলেন । জয়তু আবুল

সরি মাননীয় হাইকোর্ট । আমি সত্যি দুঃখিত । কিন্তু কোন উপায় ছিল না স্ট্যাটাসটা না দিয়ে :-*:-*


২. ঈদের আগেই সব রাস্তা ঠিক হয়ে যাবে , বলেছেন মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী..!!
"
"
"
"
"
কিন্তু সমস্যা হল অতীতের চাপাবাজীর জন্য উনার কথা কেউ বিশ্বাস করে না ।

আমি দুঃখিত মাননীয় হাইকোর্ট । দূর্ভোগের শিকার হওয়া এই আমাকে এই স্ট্যাটাসটা দিতেই হল /:)/:)


৩. কটা জিনিস আমার মাথায় ঢুকেনা । আমাদের সরকারের সমস্যাটা কি মাথায় না গদিতে ?? কেন যেন মনে হয় ওই গদিতে বসলেই সবার স্ক্রু ঢিলা হয়ে যায় ।:-*:-*


৪. ঘরে ঘরে হারিকেন ব্যবহার করুন । বিদ্যুৎ বাঁচান । বিদ্যুৎ রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সম্পদ

হাইকোর্ট না দেখলেই হল :P:P


৫. মহাজোটের শরিক ও নিজের দলের নেতাদের দাবির মুখে পদত্যাগ করবেন কি না, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা করতে হলে আগে আমাকে ভাবতে হবে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, আমার নির্বাচনী এলাকার মানুষ কী মনে করেন। পাশাপাশি আমার নিয়োগকর্তা কী বলেন।
"
"
বলি জনগণ যদি জানত মন্ত্রী হইয়া আপনি এমন নির্বোধের মত কাম করবেন , তাইলে ভুলেও তারা এত বড় ভুলটা করত না

হাইকোর্টের রিস্ক থাকতেও স্ট্যাটাসটা দিলাম ;);)


৬. অশিক্ষিত চালকদের আর কি দোষ । অশিক্ষিত মন্ত্রীরা তো অশিক্ষিতদেরই লাইসেন্স দিবে তাই না ??
"
"
"
স্ট্যাটাসটা ভয়ে ভয়ে দেয়া । হাইকোর্ট আবার কখন কি না করে বসে


সবগুলো স্ট্যাটাস এই ব্লগের ফেছবুক পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু পূর্বে প্রকাশিত ।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes