লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

১০ এপ্রিল, ২০১১

স্বপ্ন শুরুর কথামালা...!!!

প্রথমেই পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন ব্লগ থেকে দূরে থাকার জন্য । অনেকদিন ভেবেছি আবার লেখা শুরু করি , কিন্তু সময় সুযোগ হয়ে উঠেনি । কিন্তু অবশেষে লেখা শুরু করলাম । আমার এই ব্লগে আগেও কিছু পোস্ট ছিল । কিন্তু সেগুলো একান্তই আমার নিজের কথা ছিল না । সবার জন্য কিছু সলুশনও ছিল । কিন্তু যেহেতু ব্লগটা একান্তই আমার  তাই ভাবলাম এখন থেকে ব্লগে শুধু আমার ভাবনা গুলোই প্রকাশ করব । সেই ভাবনা থেকেই আমার ফিরে আসা । তাই বলা যায় স্বপ্নব্লগের নতুন করে শুরুর সাথে সাথে এটাই আমার প্রথম পোস্ট...!!!

আমার ব্লগিঙের শুরুটা কিন্তু খুব বেশী দিনের নয় । কিন্তু ব্লগ সম্পর্কে জানি সেই ২০০৬ সাল থেকে । তখন অবশ্য আমার নেট সংযোগ ছিল না । সাইবার ক্যাফে অথবা বন্ধুদের বাসা থেকে ব্লগ পড়তাম । তখন অবশ্য বাংলাদেশে সামু ছাড়া আর কোন ব্লগ ছিল না । তাই ইংরেজী ব্লগে ঘুরতাম । বুঝতাম খুবই কম L Lতখন ইংরেজী ভাল না জানার জন্য আফসোস হত (এখনও খুব ভাল জানিনা :D) আর কষ্ট লাগত আমরা ইন্টার্নেট দুনিয়া থেকে কত পিছিয়ে আছি । আমাদের বাংলা ভাষা ইন্টার্নেটে কতটা পিছিয়ে । যাই হোক এভাবেই ভুগতে ভুগতে আমার ব্লগের শুরু । এরপর ধলেশ্বরীতে কত পানি গড়াল , ডিজিটাল সরকার আসল ( তাও বিদ্যুৎ ছাড়া :D) । কত বাংলা ব্লগের জন্ম হল । আর আমিও আমার কম্পিউটারে ইন্টার্নেট সংযোগ নিলাম । এরপর আমাকে আর পায় কে ধুমিয়ে বাংলা ব্লগ গুলো চষে বেড়াতে লাগলাম । ও তখনও কিন্তু আমি ব্লগার হিসেবে আত্নপ্রকাশ করিনি । তখনও শুধু ব্লগ পড়েই যেতাম । আর ভাবতাম মানুষ এত সুন্দর করে গুছিয়ে লেখে কিভাবে ??? বই , পত্র পত্রিকার বাইরেও যে লেখক থাকতে পারে তা আমি তখনই প্রথম বুঝতে পারলাম । এটাও বুঝতে পারলাম ইন্টার্নেট দুনিয়ায় বাংলা ব্লগ , বাংলা ভাষা সমৃদ্ধ হচ্ছে আর ইন্টার্নেটে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার পেছনে একজন মানুষের কথা না বললেই নয় মেহেদী হাছান খান । অভ্রর নির্মাতা । কারন প্রথম দিকে ইন্টার্নেটে বাংলা লেখা যেত না । আর সামুতেও তাই প্রথম প্রথম ইংরেজী লিখতে হত । তো অভ্রর সাথে সাথে বাংলা ব্লগের পাশাপাশি আমারও উন্নতি ঘটতে লাগল (এখনও আমি অভ্র ছাড়া নরমাল বাংলা লিখতে পারিনা :D) যেহেতু অভ্র আছে তাই এখন আমাকে পায় কে...!!!! যাই করি সব বাংলায় ...!!!

মাঝে মাঝে ভাবি কি লিখব । আমি তো কিছুই জানিনা । কিছুই ভেবে পাইনা । আবার যখন লিখতে বসি টানা লিখতে পারিনা । মানুষের মন আসলেই বিক্ষিপ্ত । মনযোগ ধরে রাখা কষ্টকর( যদিও আমি কখনোই খুব মনযোগী ছিলাম না...!!!) । তারপরও লিখতে বসি । লিখি । কেন লিখি ?? ব্লগিং করব তাই । আর কোন কারন নেই । কেউ হয়তো প্রশ্ন করতে পারেন আমার ব্যাক্তিগত ব্লগের  নাম স্বপ্নব্লগ কেন ?? হ্যা এতা একটা ভাল প্রশ্ন । যেহেতু এটা আমার ব্যাক্তিগত ব্লগ তাই ইচ্ছে করলেই আমি এটা অনেক রকম নাম দিতে পারতাম । আমার ব্লগ, আমার কথা ইত্যাদি ইত্যাদি । কিন্তু স্বপ্নব্লগ কেন দিলাম ?? কারন আমি স্বপ্ন দেখতে ভালবাসি । কল্পনা করতে ভালবাসি । ড : ইউনূস বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় । হায় ড : ইউনূস যে নিজেকে স্বপ্নেরও ঊর্ধে নিয়ে গেছেন । এই স্বপ্ন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন না । এটা বাস্তবতার স্বপ্ন । বড় কিছু হওয়ার স্বপ্ন । দেশকে বদলে দেবার স্বপ্ন । কত সুন্দরই না আমাদের দেশ । এত এত সমস্যা থাকা সত্তেও কত সুন্দর করেইনা আমরা টিকে আছি । টিকে আছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে । তাহলে এই সমস্যাগুলো যদি না থাকতো  আরও কতইনা ভাল হত । আহা

আমার খুব গর্ব হয় যে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি । এত সুন্দর এত সমৃদ্ধ ইতিহাস আর কোন দেশের আছে কিনা জানা নেই । যুদ্ধের সিনেমা দেখতে আমরা হলিউডের সিনেমা খোঁজ করি । কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ কি সিনেমার চেয়ে কোন অংশে কম ? মোটেই না । আর কোন দেশ কি এমন সম্মুখ যুদ্ধ করে ঘোষনা দিয়ে স্বাধীনতা লাভ করছে ? আমার জানা নেই । কতটা রোমাঞ্চকর আমাদের ইতিহাস । কিন্তু হায় আমাদের ইতিহাস কি কম কষ্টের ?? ৭১ এ দেশের মানুষ যখন মুক্তি প্রত্যাশায় যুদ্ধরত তখন দেশেরই কিছু মানুষ স্বাধীনতার বিরোধীতা করল...!!! মুক্তিযোদ্ধাদের খুজে বের করে হত্যা করা শুরু করল । রেহাই পেলনা শিশু এমনকি নারীরাও । যে নারী নাকি মায়ের জাত সেই নারীকেই ওরা হিংস্র হায়েনার মত ছিড়ে খুড়ে খেল...!!! ধিক তাদের , শত ধিক । আর দেশকে পঙ্গু করতে হত্যা করল দেশের বুদ্ধিজীবিদের । সেই হায়েনাদের কিন্তু আজও বিচার হয়নি । আজও তারা বীর দর্পে  ঘুরে বেড়ায় বাংলার মাটিতে । ঊদ্ধত কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে । আর ভাবি কবে হবে এই হায়েনাদের বিচার । আমি আশাবাদী । ওই যে বললাম স্বপ্ন দেখতে ভালবাসি । আমার স্বপ্ন রাজার মুক্ত সুখী একটা দেশ । আর এই দেশকে গড়তে হবে আমাদেরকেই । আমাদের তরুণদেরকেই ।

আজ এই পর্যন্তই । সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে । সেই পর্যন্ত আল্লাহ হাফেজ । ভাল থাকবেন । শুভ রাত্রি

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes