লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

৩ জুলাই, ২০১১

দেশের সম্পদ রক্ষায় টোকাইদের হরতাল ও টোকাইদের উপর পুলিশি নির্যাতন এবং একজন অসহায় টোকাইয়ের আর্তনাদ


আমি কোন দল করিনা । কারও আদর্শ আকড়ে ধরে পরেও থাকি না । আমি শুধু বুঝি কোনটা ভাল আর কোনটা মন্দ । আমি হরতাল সমর্থন করিনা । কারণ এমনিতেই ছুটির ফাঁদে বহির্বিশ্বের সাথে ব্যবসা যেনতেন । এর মধ্যে হরতাল বাজায় দেশের বারটা । তাই সারাজীবন হরতাল থেকে দূরেই থেকেছি । কিন্তু প্রথমবারের মত আজ মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে আমি সমর্থন দিয়েছি । কেন দিয়েছি ? হা হা হা...কেন দেব না ? বিদেশী একটা কোম্পানী আমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে আর আমরা তা সহ্য করে যাব ? না , কখনই না

আমি টোকাই । হ্যা আমি একজন টোকাই । আমি তথাকথিত দেশপ্রেমিক না । কিন্তু জন্মসূত্রে আমি এই মায়ের সন্তান । আর উত্তরাধিকার সূত্রে আমার মায়ের সম্পদের উপর আমার ভাগ আছে । দেখি আমার মায়ের সম্পদ আমার থেকে কে কেড়ে নিতে আসে ।


হ্যা আজকের হরতাল ছিল বাঁচা মরার লড়াই । সরকার(দেশপ্রেমিক) এর সাথে টোকাইদের লড়াই । আর টোকাইরা কিন্তু নিজেদের অধিকার কখনই ছাড়ে না ।



টোকাইদের উপর আওয়ামী ফ্যাসিবাদী তথাকথিত দেশপ্রেমিক সরকারের লেলিয়ে দেয়া পুলিশের নির্যাতন ।




এরা কোন রাজনৈতিক দলের কর্মী না । এরা দেশপ্রেমিক না । এরা টোকাই । কিন্তু এদের দেশের প্রতি ভালবাসা আছে । দেশের সম্পদ রক্ষার জন্যই এরা আজ রাস্তায় নেমেছে । টোকাইদের উপর পুলিশের এমন হামলার প্রতিবাদ জানাচ্ছি



সরকার বলে হরতালকারীরা নাকি দেশদ্রোহী । দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদ যদি দেশদ্রোহীতা হয় , তাহলে ঘর , জমি , নিজেদের স্বার্থের জন্য হরতাল দেয়া বিএনপি, আওয়ামী লীগ ও তথাকথিত রাজনৈতিক দলগুলো কি ???


আমাদের সম্পদ আমাদের আগামী দিনের উন্নতির পাথেয় । আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাইলে এই সম্পদ আমাদেরই দরকার । না হলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না ।


সবগুলো ছবি ফেছবুক থেকে নেওয়া

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes