লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

১৫ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ । বাচ্চারা দূরে থাকো

গতপোস্টের পর আজ আবার "আমার পর্ণবেলা" কৈশোরকালে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা নিয়ে লেখা । ১৮+ একটা পোস্ট । অবশ্যই নিজ দায়িত্বে পড়বেন " " " " " " চটি কাহিনী ১: ডিসেম্বর মাস । স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ । স্কুল বন্ধ । অনানুষ্ঠানিকভাবে ক্লাশ এইটে উঠেছি । স্কুল খোলার আগেই আমরা কোচিং এ যথারীতি এইটের ক্লাশ শুরু করে দিয়েছি । যেহেতু বন্ধ তাই স্টুডেন্ট কম ছিল । আর তাই আমরা দুই শিফট মিলে শুধু সকাল বেলা কোচিং করতাম । সেখানেই দেখা স্কুলের ডে শিফটের বন্ধুদের সাথে । ডে শিফটের বন্ধুরা কেমন তা আগেই পোস্টেই পড়েছেন । যাই হোক ডিসেম্বরের সেই ২০ টি দিন ছিল একদম স্বপ্নের মত । কি করিনি সেই ২০ দিন । এর মধ্যেই একদিন এক বন্ধু এসেই ঘোষণা করল । আজ আনছি , জিনিস একখান । বুঝতে বাকি রইল না জিনিস কি । কিন্তু আসলে আমি তখনও বুঝিনি কি জিনিস । ক্লাশে বের করা যাবেনা । তাই অপেক্ষা করছি ছুটি হওয়ার । ছুটি হওয়ার পর বন্ধু বের যা বের...

১১ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ ।

পোস্টের শুরুতেই কিছু কথা বলে নেয়া ভাল । অবশ্যই এটা একটা ১৮ পোস্ট । এবং এই পোস্টে যা আছে তা একটা বয়সে সবার ক্ষেত্রেই ঘটে থাকে । সো ব্যাপারটা কেউ অন্যভাবে নেবেন না " " " " " ১ম অভিজ্ঞতা , ছোট পর্ণ কার্ড দেখাঃ এখনও মনে আছে । সেই ক্লাশ সেভেনের কথা । তখন বন্ধুদের কাছে ছেলে মেয়ে সম্পর্ক নিয়ে কিছু কিছু শুনি । কিন্তু যাই শুনি কিছুই বিশ্বাস করতাম না । আমার মনে হত নাহ এটা হতেই পারে না । মানুষ এত খারাপ হতেই পারেনা । আর বন্ধুরা খেপে যেত এই কথা শুনে । ওরা আমাকে বিশ্বাস করিয়েই ছাড়বে । যেই ভাবা সেই কাজ । পরদিন এক বন্ধু(আমাদের ক্লাশের সবচেয়ে দূরন্ত ও দুষ্ট ছেলে) নিয়ে এল মোক্ষম সেই জিনিস । গুণে গুণে তিনটা কার্ড । আমরা সবাই কিছুটা উত্তেজিত । কখন দেখব কখন দেখব । আমাদের আর তর সইছে না । ৪৫মিনিটের ক্লাশ যেন আর শেষ হতেই চায় না । ক্লাশেও কারও মন বসে না । সবার তখন একটাই চিন্তা কি থাকবে ওই কার্ডে । অবশেষে এল সেই...

২৭ সেপ্টেম্বর, ২০১১

ছেলেদের ফেছবুক স্ট্যাটাস সমগ্র (ছেলেদের কাছে ক্ষমাপ্রার্থণা পূর্বক)

কয়েকদিন আগে দিয়েছিলাম ফেছবুকে মেয়েদের স্ট্যাটাস । মেয়েদের স্ট্যাটাসের ব্যাপক সাফল্যের পর এবার দিচ্ছি ছেলেদের স্ট্যাটাস । সবাই জানেন মেয়েদের হাচি দেয়া স্ট্যাটাসেও কমেন্ট আর লাইকের বন্যা বয়ে যায় । কিন্তু সেখানে ছেলেদের একটা সুন্দর কাব্যিক স্ট্যাটাসও যেন ধূ ধূ মরুভূমি । ছেলেদের স্ট্যাটাস খুঁজতে গিয়ে সেটা আবার নতুন করেন উপলব্ধি করলাম । ছেলেরা মূলত কাব্যিক ছ্যাকা খাওয়া বা কোন গানকে স্ট্যাটাস হিসেবে দিয়ে থাকে । ছাড়া শুধু স্ট্যাটাস দেয়ার জন্য সাম্প্রতিক কোন ঘটনাকে উল্লেখ করে থাকে , যেন স্ট্যাটাস দিলে ভাত হজম হবেই না । যাই হোক দেখুন ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস কেমন হয় । লাইক ও কমেন্টার সংখ্যা এই জন্য যে বোঝা যাবে কেন ছেলেদের স্ট্যাটাসকে মরুভূমির সাথে তুলনা করা হয় ফেছবুকে ছেলেদের স্ট্যাটাস যেমন হয়........ ১. এক অন্ধকার কুঠুরিতে আটকে আছি.... বের হবার পথ খুজে চলেছি.... আশাকরছি একদিন সেই দরজার...

২৬ আগস্ট, ২০১১

ফেছবুকের মজার কিছু রাজনৈতিক স্ট্যাটাস । না দেখলেই মিস

১. যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী " " " " " " " লোকটাকে আমার স্যালূট করতে ইচ্ছে করছে । এতদিনে বেটার বুদ্ধি খুলছে । ব্যার্থতা ঢাকার জন্য যে বিরোধী দলের উপর দোষ চাপানোর নিয়ম সেটা উনি এতদিনে বুঝলেন । জয়তু আবুল সরি মাননীয় হাইকোর্ট । আমি সত্যি দুঃখিত । কিন্তু কোন উপায় ছিল না স্ট্যাটাসটা না দিয়ে :-*:-* ২. ঈদের আগেই সব রাস্তা ঠিক হয়ে যাবে , বলেছেন মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী..!! " " " " " কিন্তু সমস্যা হল অতীতের চাপাবাজীর জন্য উনার কথা কেউ বিশ্বাস করে না । আমি দুঃখিত মাননীয় হাইকোর্ট । দূর্ভোগের শিকার হওয়া এই আমাকে এই স্ট্যাটাসটা দিতেই হল /:)/:) ৩. কটা জিনিস আমার মাথায় ঢুকেনা । আমাদের সরকারের সমস্যাটা কি মাথায় না গদিতে ?? কেন যেন মনে হয় ওই গদিতে বসলেই সবার স্ক্রু ঢিলা হয়ে যায় ।:-*:-* ৪. ঘরে ঘরে হারিকেন ব্যবহার করুন । বিদ্যুৎ বাঁচান । বিদ্যুৎ রাষ্ট্রপতি...

২৫ আগস্ট, ২০১১

আসুন দেখি ভবিষ্যতে টিভির সংবাদে আর কি কি বিজ্ঞাপন ব্যবহার হতে পারে

প্রিন্ট মিডিয়ার মত ইলেকট্রিক মিডিয়াও এখন বিজ্ঞাপন দ্বারা দখল হয়ে গেছে । অমুক ব্যাংক খেলার সংবাদ , তমুক ব্যাংক আন্তর্জাতিক সংবাদ । বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় সংবাদ না বিজ্ঞাপনের সংবাদ শুনছি । কয়দিন পর লাইনে লাইনে বিজ্ঞাপন ঢুকে যাবে । আসুন দেখা যাক ভবিষ্যতে আরও কি কি বিজ্ঞাপন সংবাদ শিরোনাম হতে পারে ১. শুরুতেই দেশের সংবাদ । তাই দেশের গুরুত্বপূর্ণ কোন পণ্যের এ্যাড # আবুল জুট দেশের সংবাদ ২. লাগামহীন বাজারের সংবাদ পরিবেশনের আগে # খান খান চিনি বাণিজ্য সংবাদ ৩. রাস্তার যে অবস্থা সড়ক দূর্ঘটনা বর্তমানে বাংলা সংবাদের অবিচ্ছেদ্য অংশ । আর তাই শিরোনাম # পাজী টায়ার দূর্ঘটনা সংবাদ ৪. বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা মারামারি করেছে সেই খবরের বিজ্ঞাপন যুক্ত শিরোনাম # রুস্তম চাপাতি বিশ্ববিদ্যালয় মারামারির সংবাদ ৫. কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিছে সে খবরও আজ বিজ্ঞাপনের দখলে ...

২১ আগস্ট, ২০১১

নিঃসঙ্গ জীবনের সঙ্গী । শ্রীকান্ত আচার্যের সেই অবিস্মরণীয় গান । ডাউনলোড লিঙ্ক সহ

মূল গানঃ শ্রীকান্ত আচার্য ডাউনলোড লিঙ্কঃ একা একা এই বেশ থাকা একা একা এই বেশ থাকা আলো নেই কোথাও সব মেঘে ঢাকা ছায়া ছায়া সব আবছায়া যাকে খোঁজে মন তার নেই দেখা আনমনে এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা আলো ছায়া দিয়ে দিন চলে গেছে আমাকে শুন্যতা দিয়ে গেছে উতলা এক হাওয়া ভাসে সে হাওয়ার সাথী শুধু নিরবতা , শুধু নিরবতা কিছু পরে , দূরে আকাশে চেনা তারারা হয় তো বা দেবে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা বেলা শেষের রঙ নিয়ে ফেলে আসা গান ভাসে মনে মনে কেউ কথা দিল কেউ ব্যাথা দিল এই মনে তারই ছোয়া রেখে গেল এই চোখে মেঘ নামে তাই এ মনে সব সুর ব্যাথা ভরা , শুধু ব্যাথা ভরা সোনালী দিন ছিল দিপালী রাত আজ খুঁজি তবুও পাই না যে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা কৃতজ্ঞতাঃ ব্লগার নাফিস ইফতেখার । গানটা আমার জন্য মিডিয়াফায়ারে...

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট ফোর

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন চতুর্থ পর্বঃ " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. এখন আমি আচাঁর খাইতেসি আমার নিজের হাতে বানানো খাবা তোমরা?? (কাহিনী কেমুন জানি লাগে) ২. আমার এক কাজিন কে ওর বয় ফ্রেন্ড ধোঁকা দিসে ছেলে গুলোকে জুতা মারা উচিত (পোলাটারে স্যালুট) ৩. দিল্ কে আরমান আশুমে বাহে (এই জাতিয় আউল ফাউল মাথা খারাপ করা হিন্দী গান) ৪. আচ্ছা বন্ধুরা হৃদয় খানের গান তোমাদের কেমন লাগে আমি ওকে দেখলেই পাগল হয়ে যাই (সর্দি খানরে ভালা পাইনা) ৫. আমার এক ফেসবুক ফ্রেন্ডের চাচাতো বোনের নানির পেট খারাপ তোমরা সবাই প্লিজ দোয়া করতে থাক প্লিজ প্লিজ প্লিজ!! ৬. ঘুম থেকে ওঠেই দেখি কারেন্ট নেই । উফ এত্ত গরম । মেজাজটা...

১৯ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস(মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট থ্রি

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন তৃতীয় পর্ব " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. আচ্ছা ছেলেরা নিজেদের কি ভাবে ?? টম ক্রুজ ? অসহ্য লাগে এদেরকে দেখলে (এহ নিজে মনে হয় কেট হোমস) ২. আজ দুজন ছেলেকে ব্লক মারলাম আমার এইসব একটুও ভাল লাগে না ছেলেরা এত খারাপ কেন? ৩. গুড মরনিং ফ্রেন্ডরা নাশতা করেছ?? (তরে কমু ক্যা ) ৪. আমাদের নতুন টিচার তা যা ভালো না দেখতে সো সুইট ♥ (এত খুশি হইছ না , শ্যাষে আরেকটা পরিমল হইব ) ৫. ফেছবুক ডিএক্টিভ করতেছি । ভাল লাগে না আর এসব বাজে ছেলেদের ঝামেলা (কয়েক ঘন্টা পরই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে নিজের প্রোফাইলে ) ৬. হাই ফ্রেন্ডরা কেমন আছ? অনেক দিন পর ফেসবুকে আসলাম (তো আমরা কি...

১৮ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

কালকের পর আজ আবার । কাল দিয়েছিলাম মেয়েলি স্ট্যাটাস প্রথম পর্ব । আজ দেখুন দ্বিতীয় পর্ব । ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম " " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহ হ ♥ (মাগার তর ভাগ্যে নাই) ২. আচ্ছা বন্ধুরা আমি কি মোটা হয়ে যাচ্ছি ?( তর জিরো ফিগার ছিল কবে ?) ৩. আমার কোনো বান্ধবী প্রেম করে সুখি হয় নাই তাই আমিও প্রেম করব না (আসলে কেউ এর দিকে তাকায় না ) ৪. মন খারাপ, আমার কিছু ভাল লাগেনা কিন্তু কেন ?? ৫. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি কত মজা লাগলো রে!!!!! (তো আমরা কি করমু) ৬. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না (থার্ড টাইম ছ্যাকা খাওয়া...

১৭ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম " " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. আজ আমার মন টা খুব খারাপ তোমাদের কি খবর বন্ধুরা?? ২. আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার?? (নিজে মনে হয় ধোয়া তুলসি পাতা) ৩. বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন? (নিজের ঢোল নিজেরই পিটাইতে হয়) ৪. আমি সব ছেলে কে চিনি একটাও ভাল না একটাও না (এহ নিজে মনে খুব ভাল) ৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে আর ভাল লাগে না (সব বেকুব গো ) ৬. আম্মু খুব বকা দিসে এখন আমি কান্না করতাসি ,ভ্যা ভ্যা ভ্যা (উহ, ন্যাকা) (বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পোলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক)...

১৫ আগস্ট, ২০১১

পুলিশ নাকি মহা ক্ষমতাধর..!! হা হা কেডা কইছে

চারিদিকে পুলিশের বদনাম । মিলনরে হুদা কারণ ছাড়াই মারল , কাদেররে হুদাই ডাকাত সাজাইয়া জেলে হান্দাইলো । আর সাথে সাথে রব পড়ে গেল । পুলিশ নাকি রাক্ষস হইয়া গেছে । হুনলে আমার তো হাসিই আহে । খিক খিকজ্জ । কেন ?? নিচে দেখেন " " " " " " " " " " মার ঘুরিয়ে , উড়িয়ে পুলিশও তাইলে মাইর খায়। তাহলে কি প্রমাণ হইল ?? প্রমাণ হইল যে পুলিশও মানুষ...

৩১ জুলাই, ২০১১

একটা খুন করতে যাচ্ছি । পারলে ঠেকান দেখি

আগে ভাবতাম কাউকে খুন করতে কেমন লাগে ? যদি কাউকে খুন করতে পারতাম । আহ আভবনাটা ভাবনাতেই ছিল । যানতাম এমন ভাবনা কখনও পূরণ হয় না কিন্তু সময়ের বিবর্তনে কত কিছুইনা ঘটে । এবার মনে হচ্ছে আমার ইচ্ছাটা পূরণ হওয়ার একটা চান্স আসছে । তবে এখনও জানি না কাকে খুন করব । ভেবেও পাচ্ছিনা খুন করার মত আমার কোন শত্রু আছে কিনা । তাই ভাবছি ভাড়ায় কাউকে খুন করব । আমাগো রাজনৈতিক নেতাদের অনেক শত্রু । তারা চাইলেও অনেককেই খুন করতে পারেন না । তাই ভাবতাছি তাদের খুন করার কাজটা আমিই করে দিমু । চামে আমার ইচ্ছাটাও পূরণ হইল কি ভাবছেন ? আমি পাগল ? নাহ । সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিছি । খুন আমি করবই । আর ফাঁসির ভয় ? হা হা হা । আমাকে ফাঁসি দিবে কে ? মহামান্য আদালত ? খিক খিকজ্জ । কথায় আছে বাপেরও বাপ আছে । আরে সর্বোচ্চ আদালতেরও বাপ আছে । কেডা ?? আমাগো অলস রাষ্ট্রপতি..!! যে নেতাই...

১৪ জুলাই, ২০১১

আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । মাদ্রসা শিক্ষা ব্যবস্থা আজ কোথায় ??

আবারও যৌন নির্যাতন , আবারও মাদ্রাসা শিক্ষক । আজকের প্রথম আলোর খবরটা পড়ুন ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে গত কয়েকদিনের পত্র পত্রিকা ধর্ষণ বা যৌন নির্যাতনের খবরাখবর নিয়ে বেশ গরম । পরিমল কাহিনীর পর টানা কয়েকদিন পত্রিকায় ধর্ষণের খবর আসছে । দেখুন গত কয়েকদিনের ধর্ষণের খবরগুলো । ১. ১৩ বছরের বালিকা ধর্ষণের শিকার ৭৫ বছরের মক্তব শিক্ষকের কাছে ২. স্কুল ছাত্রীর ধর্ষনের ছবি ইন্টারনেটে দেয়ার অভিযোগে মাদ্রাসা ছাত্রের নামে মামলা ৩. চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের শিকার ৪. উখিয়ায় অপহরণের পর শিশুকে ধর্ষণ! ৫. ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আখাউড়ায় শিক্ষক গ্রেপ্তার ৬. ‘মাইয়াডারে নিইয়া অন্যের বাড়িতে আশ্রয় নিছি’ এরই ধারাবাহিকতায় সর্বশেষ উদাহরণ হল আজকের এই ঘটনা । ফেছবুকে পাভেল ভাই একটা লিঙ্কটা শেয়ার করেছেন এভাবে Pavel Mohitul Alam ‎'পরিমল-জাকির'দের...

৩ জুলাই, ২০১১

দেশের সম্পদ রক্ষায় টোকাইদের হরতাল ও টোকাইদের উপর পুলিশি নির্যাতন এবং একজন অসহায় টোকাইয়ের আর্তনাদ

আমি কোন দল করিনা । কারও আদর্শ আকড়ে ধরে পরেও থাকি না । আমি শুধু বুঝি কোনটা ভাল আর কোনটা মন্দ । আমি হরতাল সমর্থন করিনা । কারণ এমনিতেই ছুটির ফাঁদে বহির্বিশ্বের সাথে ব্যবসা যেনতেন । এর মধ্যে হরতাল বাজায় দেশের বারটা । তাই সারাজীবন হরতাল থেকে দূরেই থেকেছি । কিন্তু প্রথমবারের মত আজ মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে আমি সমর্থন দিয়েছি । কেন দিয়েছি ? হা হা হা...কেন দেব না ? বিদেশী একটা কোম্পানী আমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে আর আমরা তা সহ্য করে যাব ? না , কখনই না আমি টোকাই । হ্যা আমি একজন টোকাই । আমি তথাকথিত দেশপ্রেমিক না । কিন্তু জন্মসূত্রে আমি এই মায়ের সন্তান । আর উত্তরাধিকার সূত্রে আমার মায়ের সম্পদের উপর আমার ভাগ আছে । দেখি আমার মায়ের সম্পদ...

২২ জুন, ২০১১

ব্লগের ভাঙা গড়ার খেলা । টেমপ্লেট ডিজাইন অভিযান

একটা ব্যাক্তিগত ব্লগ খুলেছি সেই কবে । কিন্তু নিয়মিত পোস্ট করা হচ্ছে না । সেই সাথে দেয়া যাচ্ছে না ব্লগকে একটা আকর্ষণীয় চেহারা । কত টেমপ্লেটই যে লাগাম । কিন্তু চোখ আর ভরে না । তাই কিছুদিন ব্লগ ডিজাইন করা থেকে দূরে ছিলাম । কিন্তু অনেক আনাড়ী মানুষের কাছেও সুন্দর সুন্দর ব্লগ টেমপ্লেট দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না । নিজের ব্লগের দিকে তাকিয়ে বললাম ধরছি তরে । আইজ সুন্দর বানাইয়া ছাড়মুই । দিলাম গুগোলে সার্চ । আসল অনেক টেমপ্লেট । কিন্তু আমার যে কি চোখ আল্লাহ জানেন । কোনটাই পছন্দ হয় না..!! ও আল্লাহ তাইলে উপায় ?? যখন আমি চোক্ষে আন্ধার দেখতাছি তখনই পাইলাম এই সাদামাটা কিন্তু সুন্দর টেমপ্লেটটা । দিলাম ডাউনলোড , করলাম এক্সট্রাক্ট । আহ টেমপ্লেটটা লাগানোর পর যা খুশি লাগছে না । কি আর কমু...

১৫ জুন, ২০১১

একজন নির্যাতিত বিশ্ববিদ্যালয় শিক্ষিকা রুমানা মনজুর এবং আমরা .....

কালকের প্রথম আলোতে পারিবারিক নির্যাতনের ভয়াবহ রূপ শিরোনামের লেখাটা নিশ্চয় পড়েছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপিকা রুমানা মনজুর কে কিভাবে তার পাষন্ড স্বামী নির্যাতন করেছেন । যিনি এখন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন । নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার মেয়ে আনুশা । রুমানা মনজুরের ভাষায় " কক্ষে ঢুকেই পেছন থেকে হামলা চালায় ও। চুলের মুঠি ধরে দুই চোখে আঙুল ঢুকিয়ে দেয়। কামড়ে নাক-মুখ ক্ষত-বিক্ষত করে। রক্তে পুরো শরীর ভরে যায়। একপর্যায়ে মেঝেতে পিছলে পড়ি নিজের রক্তের ওপর  " । ডাক্তারের ভাষ্যমতে, রুমানা মনজুরের বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখে দেখতে পারবে কি না, তা-ও অনিশ্চিত।’ রুমানা মনজুরের স্বামী হাছান সাইদ বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার । ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একজন ছাত্র হিসেবে নিজেকে ছোট মনে...

৫ মে, ২০১১

মৃধাতের জন্য ভালবাসা

মনে আছে মৃধাতের কথা ? ইউনিভার্সিটিতে পড়ুয়া চট্টগ্রামের সেই শান্ত মেয়েটির কথা ? মৃধাত শারিমা রহমান । যে কিনা নৃশংসভাবে খুন হয়েছিল তারই বন্ধুর হাতে । মনে না থাকারই কথা । মৃধাত যে আজ আর আমাদের মাঝে নেই । চলে গেছে না ফেরার দেশে । আজ মৃধাতের জন্মদিন । আজ এই দিনে মৃধাতকে মনে পড়ছে খুব । তার জন্যই এই লেখা । প্রতিদিনের মত সেদিনও ঘুম ভেঙেছিল কিছুটা দেরি করে । ঘুম থেকে উঠে অভ্যাসবশত হাতে নিয়েছিলাম প্রথম আলো পত্রিকাটা । পত্রিকার দিকে তাকিয়েই চোখ আটকে গেল একটি খবরের দিকে । খুব সুন্দর একটি মেয়ের ছবি দেয়া । নিচে লেখা ভার্সিটি পড়ুয়া মেয়ে খুন । শিরোনামটা মনে নেই, কিন্তু এমনই কিছু ছিল । শিরোনামটি পড়ে আমি মেয়েটির ছবির দিকেই তাকিয়ে ছিলাম অনেকক্ষণ । এরপর খুব দ্রুতই খবরটি পড়ে ফেললাম । পড়ার সময় ভাবছিলাম এও কি সম্ভব ?? পেপারে যা লিখা ছিল তা হল...

২৭ এপ্রিল, ২০১১

বইপড়ার অভিজ্ঞতা..!!

ছোট বেলায় পড়েছিলাম বই কিনে নাকি কেউ দেওলিয়া হয় না । বর্তমান যুগে এই কথাটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে আমার সন্দেহ আছে । কিন্তু এটা নিয়ে আমার কোন সন্দেহ নেই যে বই পড়ে কেউ দেওলিয়া হয় না । আমি বিশ্বাস করি একমাত্র বই পড়লেই প্রাচুর্য লাভ করা যায় । জ্ঞানের প্রাচুর্য । যা কখনও কমেনা , বরং বেড়েই যায় । কারণ বইই একমাত্র মাধ্যম যেখানে সঞ্চিত আছে হাজারো মানুষের অর্জিত জ্ঞান । আর সেই বই পড়া মানেই তার অর্জিত জ্ঞান নিজের মধ্যেও নিয়ে নেওয়া । শতাব্দী প্রাচীনকাল থেকে বিবর্তনের মাধ্যমে কাগজ থেকে বই আজ ইবুকে রূপ নিয়েছে । খুব ছোটবেলায় পাঠ্যবইয়ের বাইরে আর কোন বই পড়তাম না । ছোটবেলার সেই ধারাপাত বই পড়তেই অনেক কষ্ট হত আর ভাবতাম কখন পড়া শেষ করে খেলতে যাব । ছোটবেলায় ঠাকুমার ঝুলিতে ঝোলেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে । ছেলে বুড়ো সকলের কাছে এখন পর্যন্ত সমান জনপ্রিয় ঠাকুমার ঝুলি । আমার মনে হয়...

১৪ এপ্রিল, ২০১১

আমার খেলা দেখা

বিশ্বকাপ দেখতে পারিনি , তাই বলে কি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ মিস করব..!! কখনই না । যতই কষ্ট হোক এই সিরিজটা দেখতেই হবে । বিশ্বকাপ দেখিনি , তাই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি । কিন্তু টিকেট কিনতে গিয়ে আবারও টের পেলাম বাংলাদেশ আসলেই ক্রিকেটীয় জাতি । প্রথম দুই ম্যাচের টিকেট পেলাম না..!! ভাবতেই পারিনি বিশ্বাকাপ শেষ হওয়ার পর পরই এই সিরিজের উপর মানুষের এত আগ্রহ থাকবে । যাই হোক অনেক কষ্টে অনেক ক্রোশ দূর পথ হেটে টিকেট পেলাম ৫ টা । আমরা ৫ বন্ধু মিলেই খেলা দেখব । আমরা কেটেছিলাম ডে নাইট ম্যাচ । প্রথম দুই ম্যাচ বাংলাদেশ ভাল খেলেনি । তাই টেনশনে ছিলাম আমাদের ডে নাইট ম্যাচ যেন ডে তেই শেষ না হয়ে যায়...!!! ১৩ তারিখ ক্লাশ মিস দিলাম শুধু খেলা দেখব বলে । খেলা শুরু দুপুর ২ টা থেকে , বাসা থেকে বের হলাম ১.৩০ টায়..!! ঢাকার রাস্তার চিরাচরিত জ্যাম পেরিয়ে পৌছে...

১০ এপ্রিল, ২০১১

স্বপ্ন শুরুর কথামালা...!!!

প্রথমেই পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন ব্লগ থেকে দূরে থাকার জন্য । অনেকদিন ভেবেছি আবার লেখা শুরু করি , কিন্তু সময় সুযোগ হয়ে উঠেনি । কিন্তু অবশেষে লেখা শুরু করলাম । আমার এই ব্লগে আগেও কিছু পোস্ট ছিল । কিন্তু সেগুলো একান্তই আমার নিজের কথা ছিল না । সবার জন্য কিছু সলুশনও ছিল । কিন্তু যেহেতু ব্লগটা একান্তই আমার  তাই ভাবলাম এখন থেকে ব্লগে শুধু আমার ভাবনা গুলোই প্রকাশ করব । সেই ভাবনা থেকেই আমার ফিরে আসা । তাই বলা যায় স্বপ্নব্লগের নতুন করে শুরুর সাথে সাথে এটাই আমার প্রথম পোস্ট...!!! আমার ব্লগিঙের শুরুটা কিন্তু খুব বেশী দিনের নয় । কিন্তু ব্লগ সম্পর্কে জানি সেই ২০০৬ সাল থেকে । তখন অবশ্য আমার নেট সংযোগ ছিল না । সাইবার ক্যাফে অথবা বন্ধুদের বাসা থেকে ব্লগ পড়তাম । তখন অবশ্য বাংলাদেশে সামু ছাড়া আর কোন ব্লগ ছিল না । তাই ইংরেজী ব্লগে ঘুরতাম । বুঝতাম খুবই কম L L । তখন ইংরেজী ভাল না জানার...

Page 1 of 712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes