আগে কখনও কবিতা পোস্ট দেইনি । কারণ কবিতা আমি লিখতেও পারিনা , পড়তেই পারিনা । অবচেতন মনে কয়েকটা লাইন আওড়াতাম তাই ডাইরিতে লিখে রেখেছিলাম । অনুকাব্য হিসেবে সেগুলোই তুলে দিলাম । আর একটা পরমাণু কাব্য । অনুকাব্য অনেক আছে , কিন্তু সম্ভবত এইটাই ইতিহাসের প্রথম পরমাণু কাব্য
"
"
"
"
"
"
অনুকাব্যঃ
১.
শীতের নিস্তব্ধতা আমাকে গ্রাস করে নেয়
আমি ভুলে যাই , আমার আমিকে
কিন্তু হারিয়ে ফেলা তোমাকে
ভুলতে পারি না আমি কিছুতেই
২.
আমি আর আমার গাঙচিল
উড়ে উড়ে ঘুরে বেড়াব মেঘের দেশে
যাবে নাকি , তুমি যাবে ??
গাঙচিল আর মেঘ রোদ্দুরের সাথে ??
পরমাণু কাব্যঃ
" ক "
এটাই কবিতা । "ক" দিয়ে ভাব প্রকাশ পায় , কথা বলা যায় । যেমনঃ তুই বল , আমরা অনেকেই বলি নে এইবার তুই ক
কেমন হইল ?
ইতিহাসের সাক্ষি সবাইকে অভিনন্দন
ছবিঃ নাফিস ইফতেখার । অশেষ কৃতজ্ঞতা তার প্রতি