ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন তৃতীয় পর্ব
"
"
"
"
"
"
ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ
১. আচ্ছা ছেলেরা নিজেদের কি ভাবে ?? টম ক্রুজ ? অসহ্য লাগে এদেরকে দেখলে (এহ নিজে মনে হয় কেট হোমস)
২. আজ দুজন ছেলেকে ব্লক মারলাম আমার এইসব একটুও ভাল লাগে না ছেলেরা এত খারাপ কেন?
৩. গুড মরনিং ফ্রেন্ডরা নাশতা করেছ?? (তরে কমু ক্যা )
৪. আমাদের নতুন টিচার তা যা ভালো না দেখতে সো সুইট ♥ (এত খুশি হইছ না , শ্যাষে আরেকটা পরিমল হইব )
৫. ফেছবুক ডিএক্টিভ করতেছি । ভাল লাগে না আর এসব বাজে ছেলেদের ঝামেলা (কয়েক ঘন্টা পরই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে নিজের প্রোফাইলে )
৬. হাই ফ্রেন্ডরা কেমন আছ? অনেক দিন পর ফেসবুকে আসলাম (তো আমরা কি করমু )
৭. আজ একজন বল্লো আমি নাকি কালো হয়ে গেসি আচ্ছা ফ্রেন্ডরা আমি কি সত্যি কালো হয়ে যাসসি ? (ঐশ্বরিয়া আছিলি কবে )
(বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পুলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক)
সবগুলো স্ট্যাটাস আমার ফেছবুক ফান পেজ আমরা যৌতুক নিমুনা কিন্তু কন্যার বাপ কন্যার সুখের জন্য কিছু দিলে আলাদা কথা থেকে
পেজটা তে প্রতিদিনই এমন জোকস দেয়া হয় । লাইক দিতে পারেন:):)
এছাড়াও ব্লগ ফ্যান পেজ স্বপ্নব্লগ , যেখানে স্বপ্নের শুরু
আগের দুই পর্ব এখানে
১. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)
২. মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু