লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

১৫ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ । বাচ্চারা দূরে থাকো

গতপোস্টের পর আজ আবার "আমার পর্ণবেলা" কৈশোরকালে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা নিয়ে লেখা । ১৮+ একটা পোস্ট । অবশ্যই নিজ দায়িত্বে পড়বেন " " " " " " চটি কাহিনী ১: ডিসেম্বর মাস । স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ । স্কুল বন্ধ । অনানুষ্ঠানিকভাবে ক্লাশ এইটে উঠেছি । স্কুল খোলার আগেই আমরা কোচিং এ যথারীতি এইটের ক্লাশ শুরু করে দিয়েছি । যেহেতু বন্ধ তাই স্টুডেন্ট কম ছিল । আর তাই আমরা দুই শিফট মিলে শুধু সকাল বেলা কোচিং করতাম । সেখানেই দেখা স্কুলের ডে শিফটের বন্ধুদের সাথে । ডে শিফটের বন্ধুরা কেমন তা আগেই পোস্টেই পড়েছেন । যাই হোক ডিসেম্বরের সেই ২০ টি দিন ছিল একদম স্বপ্নের মত । কি করিনি সেই ২০ দিন । এর মধ্যেই একদিন এক বন্ধু এসেই ঘোষণা করল । আজ আনছি , জিনিস একখান । বুঝতে বাকি রইল না জিনিস কি । কিন্তু আসলে আমি তখনও বুঝিনি কি জিনিস । ক্লাশে বের করা যাবেনা । তাই অপেক্ষা করছি ছুটি হওয়ার । ছুটি হওয়ার পর বন্ধু বের যা বের...

১১ অক্টোবর, ২০১১

আমার পর্ণবেলা , কঠিনভাবে ১৮+ ।

পোস্টের শুরুতেই কিছু কথা বলে নেয়া ভাল । অবশ্যই এটা একটা ১৮ পোস্ট । এবং এই পোস্টে যা আছে তা একটা বয়সে সবার ক্ষেত্রেই ঘটে থাকে । সো ব্যাপারটা কেউ অন্যভাবে নেবেন না " " " " " ১ম অভিজ্ঞতা , ছোট পর্ণ কার্ড দেখাঃ এখনও মনে আছে । সেই ক্লাশ সেভেনের কথা । তখন বন্ধুদের কাছে ছেলে মেয়ে সম্পর্ক নিয়ে কিছু কিছু শুনি । কিন্তু যাই শুনি কিছুই বিশ্বাস করতাম না । আমার মনে হত নাহ এটা হতেই পারে না । মানুষ এত খারাপ হতেই পারেনা । আর বন্ধুরা খেপে যেত এই কথা শুনে । ওরা আমাকে বিশ্বাস করিয়েই ছাড়বে । যেই ভাবা সেই কাজ । পরদিন এক বন্ধু(আমাদের ক্লাশের সবচেয়ে দূরন্ত ও দুষ্ট ছেলে) নিয়ে এল মোক্ষম সেই জিনিস । গুণে গুণে তিনটা কার্ড । আমরা সবাই কিছুটা উত্তেজিত । কখন দেখব কখন দেখব । আমাদের আর তর সইছে না । ৪৫মিনিটের ক্লাশ যেন আর শেষ হতেই চায় না । ক্লাশেও কারও মন বসে না । সবার তখন একটাই চিন্তা কি থাকবে ওই কার্ডে । অবশেষে এল সেই...

Page 1 of 712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes