লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

২৬ আগস্ট, ২০১১

ফেছবুকের মজার কিছু রাজনৈতিক স্ট্যাটাস । না দেখলেই মিস

১. যাত্রীদের বিড়ম্বনার জন্য জোট সরকার দায়ী : যোগাযোগমন্ত্রী " " " " " " " লোকটাকে আমার স্যালূট করতে ইচ্ছে করছে । এতদিনে বেটার বুদ্ধি খুলছে । ব্যার্থতা ঢাকার জন্য যে বিরোধী দলের উপর দোষ চাপানোর নিয়ম সেটা উনি এতদিনে বুঝলেন । জয়তু আবুল সরি মাননীয় হাইকোর্ট । আমি সত্যি দুঃখিত । কিন্তু কোন উপায় ছিল না স্ট্যাটাসটা না দিয়ে :-*:-* ২. ঈদের আগেই সব রাস্তা ঠিক হয়ে যাবে , বলেছেন মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী..!! " " " " " কিন্তু সমস্যা হল অতীতের চাপাবাজীর জন্য উনার কথা কেউ বিশ্বাস করে না । আমি দুঃখিত মাননীয় হাইকোর্ট । দূর্ভোগের শিকার হওয়া এই আমাকে এই স্ট্যাটাসটা দিতেই হল /:)/:) ৩. কটা জিনিস আমার মাথায় ঢুকেনা । আমাদের সরকারের সমস্যাটা কি মাথায় না গদিতে ?? কেন যেন মনে হয় ওই গদিতে বসলেই সবার স্ক্রু ঢিলা হয়ে যায় ।:-*:-* ৪. ঘরে ঘরে হারিকেন ব্যবহার করুন । বিদ্যুৎ বাঁচান । বিদ্যুৎ রাষ্ট্রপতি...

২৫ আগস্ট, ২০১১

আসুন দেখি ভবিষ্যতে টিভির সংবাদে আর কি কি বিজ্ঞাপন ব্যবহার হতে পারে

প্রিন্ট মিডিয়ার মত ইলেকট্রিক মিডিয়াও এখন বিজ্ঞাপন দ্বারা দখল হয়ে গেছে । অমুক ব্যাংক খেলার সংবাদ , তমুক ব্যাংক আন্তর্জাতিক সংবাদ । বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় সংবাদ না বিজ্ঞাপনের সংবাদ শুনছি । কয়দিন পর লাইনে লাইনে বিজ্ঞাপন ঢুকে যাবে । আসুন দেখা যাক ভবিষ্যতে আরও কি কি বিজ্ঞাপন সংবাদ শিরোনাম হতে পারে ১. শুরুতেই দেশের সংবাদ । তাই দেশের গুরুত্বপূর্ণ কোন পণ্যের এ্যাড # আবুল জুট দেশের সংবাদ ২. লাগামহীন বাজারের সংবাদ পরিবেশনের আগে # খান খান চিনি বাণিজ্য সংবাদ ৩. রাস্তার যে অবস্থা সড়ক দূর্ঘটনা বর্তমানে বাংলা সংবাদের অবিচ্ছেদ্য অংশ । আর তাই শিরোনাম # পাজী টায়ার দূর্ঘটনা সংবাদ ৪. বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা মারামারি করেছে সেই খবরের বিজ্ঞাপন যুক্ত শিরোনাম # রুস্তম চাপাতি বিশ্ববিদ্যালয় মারামারির সংবাদ ৫. কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিছে সে খবরও আজ বিজ্ঞাপনের দখলে ...

২১ আগস্ট, ২০১১

নিঃসঙ্গ জীবনের সঙ্গী । শ্রীকান্ত আচার্যের সেই অবিস্মরণীয় গান । ডাউনলোড লিঙ্ক সহ

মূল গানঃ শ্রীকান্ত আচার্য ডাউনলোড লিঙ্কঃ একা একা এই বেশ থাকা একা একা এই বেশ থাকা আলো নেই কোথাও সব মেঘে ঢাকা ছায়া ছায়া সব আবছায়া যাকে খোঁজে মন তার নেই দেখা আনমনে এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা আলো ছায়া দিয়ে দিন চলে গেছে আমাকে শুন্যতা দিয়ে গেছে উতলা এক হাওয়া ভাসে সে হাওয়ার সাথী শুধু নিরবতা , শুধু নিরবতা কিছু পরে , দূরে আকাশে চেনা তারারা হয় তো বা দেবে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা , সব মেঘে ঢাকা বেলা শেষের রঙ নিয়ে ফেলে আসা গান ভাসে মনে মনে কেউ কথা দিল কেউ ব্যাথা দিল এই মনে তারই ছোয়া রেখে গেল এই চোখে মেঘ নামে তাই এ মনে সব সুর ব্যাথা ভরা , শুধু ব্যাথা ভরা সোনালী দিন ছিল দিপালী রাত আজ খুঁজি তবুও পাই না যে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা কৃতজ্ঞতাঃ ব্লগার নাফিস ইফতেখার । গানটা আমার জন্য মিডিয়াফায়ারে...

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট ফোর

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন চতুর্থ পর্বঃ " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. এখন আমি আচাঁর খাইতেসি আমার নিজের হাতে বানানো খাবা তোমরা?? (কাহিনী কেমুন জানি লাগে) ২. আমার এক কাজিন কে ওর বয় ফ্রেন্ড ধোঁকা দিসে ছেলে গুলোকে জুতা মারা উচিত (পোলাটারে স্যালুট) ৩. দিল্ কে আরমান আশুমে বাহে (এই জাতিয় আউল ফাউল মাথা খারাপ করা হিন্দী গান) ৪. আচ্ছা বন্ধুরা হৃদয় খানের গান তোমাদের কেমন লাগে আমি ওকে দেখলেই পাগল হয়ে যাই (সর্দি খানরে ভালা পাইনা) ৫. আমার এক ফেসবুক ফ্রেন্ডের চাচাতো বোনের নানির পেট খারাপ তোমরা সবাই প্লিজ দোয়া করতে থাক প্লিজ প্লিজ প্লিজ!! ৬. ঘুম থেকে ওঠেই দেখি কারেন্ট নেই । উফ এত্ত গরম । মেজাজটা...

১৯ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস(মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট থ্রি

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম । আজ দেখুন তৃতীয় পর্ব " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. আচ্ছা ছেলেরা নিজেদের কি ভাবে ?? টম ক্রুজ ? অসহ্য লাগে এদেরকে দেখলে (এহ নিজে মনে হয় কেট হোমস) ২. আজ দুজন ছেলেকে ব্লক মারলাম আমার এইসব একটুও ভাল লাগে না ছেলেরা এত খারাপ কেন? ৩. গুড মরনিং ফ্রেন্ডরা নাশতা করেছ?? (তরে কমু ক্যা ) ৪. আমাদের নতুন টিচার তা যা ভালো না দেখতে সো সুইট ♥ (এত খুশি হইছ না , শ্যাষে আরেকটা পরিমল হইব ) ৫. ফেছবুক ডিএক্টিভ করতেছি । ভাল লাগে না আর এসব বাজে ছেলেদের ঝামেলা (কয়েক ঘন্টা পরই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে নিজের প্রোফাইলে ) ৬. হাই ফ্রেন্ডরা কেমন আছ? অনেক দিন পর ফেসবুকে আসলাম (তো আমরা কি...

১৮ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক) পার্ট টু

কালকের পর আজ আবার । কাল দিয়েছিলাম মেয়েলি স্ট্যাটাস প্রথম পর্ব । আজ দেখুন দ্বিতীয় পর্ব । ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম " " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহ হ ♥ (মাগার তর ভাগ্যে নাই) ২. আচ্ছা বন্ধুরা আমি কি মোটা হয়ে যাচ্ছি ?( তর জিরো ফিগার ছিল কবে ?) ৩. আমার কোনো বান্ধবী প্রেম করে সুখি হয় নাই তাই আমিও প্রেম করব না (আসলে কেউ এর দিকে তাকায় না ) ৪. মন খারাপ, আমার কিছু ভাল লাগেনা কিন্তু কেন ?? ৫. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি কত মজা লাগলো রে!!!!! (তো আমরা কি করমু) ৬. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই জীবনের সব কিছু না (থার্ড টাইম ছ্যাকা খাওয়া...

১৭ আগস্ট, ২০১১

মেয়েদের ফেছবুক স্ট্যাটাস (মেয়ে ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক)

ফেছবুক ব্যবহার করেন আর মেয়েলি স্ট্যাটাস দেখেন নাই এমন কাউরে পাওয়াই যাইব না । সেইসব বিখ্যাত আর কাঙ্খিত স্ট্যাটাস সমগ্র এক করে আপনাদের সামনে হাজির করার দুঃসাহসটা করেই ফেললাম " " " " " " " ফেসবুকে মেয়েদের স্ট্যটাস ঘুরে ফিরে এক রকম হয়। যেমন ধরেনঃ ১. আজ আমার মন টা খুব খারাপ তোমাদের কি খবর বন্ধুরা?? ২. আহ ছেলেরা এত খারাপ কেন হয়?কেউ কি বলতে পার?? (নিজে মনে হয় ধোয়া তুলসি পাতা) ৩. বুঝিনা সব ছেলেরা আমাকে এত লাইক করে কেন? (নিজের ঢোল নিজেরই পিটাইতে হয়) ৪. আমি সব ছেলে কে চিনি একটাও ভাল না একটাও না (এহ নিজে মনে খুব ভাল) ৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে আর ভাল লাগে না (সব বেকুব গো ) ৬. আম্মু খুব বকা দিসে এখন আমি কান্না করতাসি ,ভ্যা ভ্যা ভ্যা (উহ, ন্যাকা) (বি দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০ টি আতেল মারকা পোলাদের কমেন্ট থাকা বাধ্যতামুলক)...

১৫ আগস্ট, ২০১১

পুলিশ নাকি মহা ক্ষমতাধর..!! হা হা কেডা কইছে

চারিদিকে পুলিশের বদনাম । মিলনরে হুদা কারণ ছাড়াই মারল , কাদেররে হুদাই ডাকাত সাজাইয়া জেলে হান্দাইলো । আর সাথে সাথে রব পড়ে গেল । পুলিশ নাকি রাক্ষস হইয়া গেছে । হুনলে আমার তো হাসিই আহে । খিক খিকজ্জ । কেন ?? নিচে দেখেন " " " " " " " " " " মার ঘুরিয়ে , উড়িয়ে পুলিশও তাইলে মাইর খায়। তাহলে কি প্রমাণ হইল ?? প্রমাণ হইল যে পুলিশও মানুষ...

Page 1 of 712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes