একটা ব্যাক্তিগত ব্লগ খুলেছি সেই কবে । কিন্তু নিয়মিত পোস্ট করা হচ্ছে না । সেই সাথে দেয়া যাচ্ছে না ব্লগকে একটা আকর্ষণীয় চেহারা । কত টেমপ্লেটই যে লাগাম । কিন্তু চোখ আর ভরে না । তাই কিছুদিন ব্লগ ডিজাইন করা থেকে দূরে ছিলাম । কিন্তু অনেক আনাড়ী মানুষের কাছেও সুন্দর সুন্দর ব্লগ টেমপ্লেট দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না । নিজের ব্লগের দিকে তাকিয়ে বললাম ধরছি তরে । আইজ সুন্দর বানাইয়া ছাড়মুই । দিলাম গুগোলে সার্চ । আসল অনেক টেমপ্লেট । কিন্তু আমার যে কি চোখ আল্লাহ জানেন । কোনটাই পছন্দ হয় না..!! ও আল্লাহ তাইলে উপায় ?? যখন আমি চোক্ষে আন্ধার দেখতাছি তখনই পাইলাম এই সাদামাটা কিন্তু সুন্দর টেমপ্লেটটা । দিলাম ডাউনলোড , করলাম এক্সট্রাক্ট । আহ টেমপ্লেটটা লাগানোর পর যা খুশি লাগছে না । কি আর কমু...