লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

২৭ জানুয়ারী, ২০১২

অবশেষে বাংলাদেশের নাম পরিবর্তন , এইডা কিছু অইল ??

বাণিজ্য মেলায় গেছিলাম আইজকা । নিচের ছবি দেইখা আমি পুরাই টাশকিত " " " " " " " " এইটা বাণিজ্য মেলার বঙ্গবন্ধু স্টলের ব্যানার । লেখা আছে ইন বঙ্গবন্ধু ও বাংলাদেশ আউট একটু ঘুরিয়ে চিন্তা করেন বঙ্গবন্ধু ইন , বাংলাদেশ আউট এইডা কিছু অইল যেভাবে নাম পরিবর্তনের খেলা চলতেছে সেইদিন আর দূরে না যেদিন এই পোস্ট সত্যি হইয়া যাইব একটা ফান পুস্ট মাত্র , সিরিয়াসলি নিয়া নিজের চুলকানী বাড়ায়েন না পি...

সোহানের ভারতীয় পণ্য বর্জনের স্বপ্ন এবং বাস্তবতা

রাত আটটার বাংলা সংবাদে একটা নিউজ দেখে চমকে উঠল সোহান । সীমান্তে বিএসএফ এক বাংলাদেশী উলংগ করে পিটিয়েছে । কি নৃসংশ । দেখে আতঁকে উঠল সে । এর আগে ফেলানী এবার হাবু শেখ । এভাবে মেনে নেয়া যায় না । এবার কিছু একটা করা দরকার । করতেই হবে । কিছুক্ষণ ভেবে নিজের মাইক্রোম্যাক্স মোবাইলটা হাতে তুলে নিল সোহান । নিজের এয়ারটেল নাম্বার থেকে রাজিব কে ডায়াল করল 0167181**** । রিং হচ্ছে ওয়ান্না বি মাই ছাম্মাক ছাল্লো , নিজের অজান্তেই দুলে উঠল সোহানের শরীর । - হ্যালো দোস্ত বল - নিউজটা দেখেছিস বিএসএফের নির্যাতনের টা ? - হ্যা দেখলাম , কি নৃসংশ - আর তো চুপ করে থাকা যায় না , এবার কিছু একটা করা দরকার । - কি করতে চাস বল , তোর প্ল্যান কি ? আপাতত যা পারি সেটা হল ভারতীয় পণ্য বর্জন করা । ভারত আমাদের বাজারের অনেকটাই দখল করে আছে । সো পণ্য বর্জন করলে ভারত অনেকটা ধাক্কা খাবে । - ওকে চল কাল ফ্রেন্ডসদের সবাইকে ব্যাপারটা ইনফর্ম করি...

১৬ জানুয়ারী, ২০১২

বাংলা সিনেমার অবিস্মরণীয় ডায়লগুলোর সংকলনঃ চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না

ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বিকেল ৩.১৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখেনি এমন মানুষ কমই আছে । আসলে তখন তো বিটিভি ছাড়া আর কোন চ্যানেল ছিল না তাই বাধ্য হয়েই দেখতে হত । মনে আছে পরিবারের সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে বাংলা সিনেমা দেখার মজাই ছিল আলাদা । সেই সিনেমাগুলো দেখতাম আর ডায়লগগুলো মুখস্ত করতাম । পরদিন স্কুলে গিয়ে আমরা বন্ধুরা ডায়লগগুলা নিয়া অনেক হাসাহাসি করতাম । বলতে দ্বিধা নেই বাংলা সিনেমা ছিল তখন এক পারফেক্ট বিনোদন । এই পোস্টে আমি সিনেমার সেই বিখ্যাত ডায়লগগুলো এক করার চেষ্টা করেছি । মাঝে মাঝে দেখব আর হাসাহাসি করব তো তাই । আমি পরিচিত কয়েকটা ডায়লগ দিলাম । আপনাদের ভান্ডারে কিছু থাকলে দিন এড করে নেব । চাইলে ঘুরিয়ে পেচিয়ে আপনি নিজেও ডায়লগ বানিয়ে দিতে পারেন , দেখবেন সেইটাই হিট বলেন তো বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ডায়লগ কোনটা ?? আসুন সেটা দিয়েই শুরু করি.... # চৌধুরী সাহেব মনে রাখবেন...

১১ জানুয়ারী, ২০১২

গোলাম আজম কারাগারে !!! একি শুনি আজ

গোলাম আযম গ্রেফতার । এই সরকারের উপর আর ভরসা করতে পারছি না । কি বিচার করবে জানা আছে আমার । হাহ " " " " " " " " " কিসের বিচার ?? কার বিচার ?? কোন বিচার মানি না । আইজকা গো আ রে ডিম থেরাপি দিয়া , কয়েকদিনের মধ্যেই সবকয়টাকে(কুত্তার বাচ্চা কইতে চাইছিলাম , কিন্তু তাতে কুত্তারই অসম্মান হয়) ফাঁসি তে ঝুলানো চায় । ৭১ এ যারা বিনা বিচারে মানুষ হত্যা করছে , দেশমাতাকে ধর্ষণ করছে তাদের জন্য কোন মানবতা নেই কোন বিচার নেই । শুধুই ফাঁসি চাই সবশেষে এই গো আ রে জুতা পেটা করার এই ছবি আজ এই খুশির দিনে নিজেকে দাবায়া রাখতে পারলাম না । ঘরে ঘরে আজ খুশির জোয়ার । আনন্দ ভাগ করে নিতে পোস্টটা লিখে ফেললাম...

৯ জানুয়ারী, ২০১২

প্রসংগ ভারতীয় সিনেমা এবং আমাদের সিনেমা

বাংলাদেশের মিডিয়া জগতে এখন যে খবরটি একটু বেশি প্রচারিত বা গরম সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে "ভারতীয় সিনেমা" মুক্তি পাওয়া । এক পক্ষের জোর দাবি ভারতীয় সিনেমা মুক্তি দিয়ে সিনেমা হলকে বাচানো(এই পক্ষ হল সিনেমা হল মালিক সমতি) আরেক পক্ষের দাবি হল এতে দেশীয় সিনেমা শিল্প হুমকির মুখে পড়বে(এই পক্ষ সিনেমা তৈরি করা থেকে বিতরণকারী , সর্বোপরী পরিচালক প্রযোজক বৃন্দ) । দুই পক্ষেরই জোড়ালো যুক্তি রয়েছে । অবস্থা এমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চাই না বাংলাদেশে ভারতীয় সিনেমা আসুক । কিন্তু এলে কি হবে ? সবার ধারণা এতে ভারতীয় সিনেমার কাছে দেশীয় সিনেমা মার খাবে সোজা বাংলায় বাংলা সিনেমা শেষ । আমি বুঝিনা প্রতিযোগিতাকে আমরা কেন এত ভয় পাই ? প্রতিযোগিতা ছাড়া কোন কিছুরই উন্নয়ন সম্ভব না । কেন ভারতীয় সিনেমা কি প্রতিযোগিতা করে না ? আমার তো মনে হয় বিশ্বের ত্বাবত সিনেমার...

Page 1 of 712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes