লেবেল

নিজেকে এখনও গুছিয়ে নিতে পারিনি

৫ মে, ২০১১

মৃধাতের জন্য ভালবাসা

মনে আছে মৃধাতের কথা ? ইউনিভার্সিটিতে পড়ুয়া চট্টগ্রামের সেই শান্ত মেয়েটির কথা ? মৃধাত শারিমা রহমান । যে কিনা নৃশংসভাবে খুন হয়েছিল তারই বন্ধুর হাতে । মনে না থাকারই কথা । মৃধাত যে আজ আর আমাদের মাঝে নেই । চলে গেছে না ফেরার দেশে । আজ মৃধাতের জন্মদিন । আজ এই দিনে মৃধাতকে মনে পড়ছে খুব । তার জন্যই এই লেখা ।


প্রতিদিনের মত সেদিনও ঘুম ভেঙেছিল কিছুটা দেরি করে । ঘুম থেকে উঠে অভ্যাসবশত হাতে নিয়েছিলাম প্রথম আলো পত্রিকাটা । পত্রিকার দিকে তাকিয়েই চোখ আটকে গেল একটি খবরের দিকে । খুব সুন্দর একটি মেয়ের ছবি দেয়া । নিচে লেখা ভার্সিটি পড়ুয়া মেয়ে খুন । শিরোনামটা মনে নেই, কিন্তু এমনই কিছু ছিল । শিরোনামটি পড়ে আমি মেয়েটির ছবির দিকেই তাকিয়ে ছিলাম অনেকক্ষণ । এরপর খুব দ্রুতই খবরটি পড়ে ফেললাম । পড়ার সময় ভাবছিলাম এও কি সম্ভব ?? পেপারে যা লিখা ছিল তা হল খুনিটার সাথে মৃধাতের সম্পর্ক ছিল । কিন্তু খুনিটা ছিল বখাটে । আর তাই মৃধাত চেয়েছিল সম্পর্ক শেষ করতে । তাই সে অন্য এক বন্ধুর বাসায় শেষবারের মত দেখা করতে গিয়েছিল তার প্রেমিকের সাথে । সেখানে ছাদের উপর মৃধাতের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ের বখাটে ছেলেটি মৃধাতের উপর উপর্যপুরি ছুড়ি চালায় । হাসপাতালে নেয়ার পথে মৃধাত চলে যায় না ফেরার দেশে । গ্রেফতার হয় খুনি সৌরভ ।


খবরটি পড়ে আমি আরও কিছুক্ষণ তাকিয়ে ছিলাম ছবিটির দিকে । ভাবছিলাম কিভাবে সম্ভব ? মনের মধ্যে অগণিত প্রশ্ন এসে ভিড় করা শুরু করল । এত সুন্দর একটা মানুষকে কি কেউ খুন করে ? ভালবাসার মানুষকে কি কেউ খুন করতে পারে ? এত সুন্দর নিষ্পাপ মেয়েটির কি অপরাধ ছিল ? এ কেমন ভালবাসা যে ভালবাসা হিংস্রতার জন্ম দেয় ? সারাদিন ভেবেও কোন জবাব পাইনি । নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছিল । একটা ছেলে খুন করেছে ওকে । আমারই মত কেউ একজন । একটা ছেলে, একটা মানুষ । কিন্তু না পরক্ষণেই মনে হল মানুষ না । তার তুলনা শুধু একটা পশুর সাথেই হতে পারে । মাঝে মাঝে বলি মৃধাত তুমি আমাদের ভুল বোঝনা । ওই একটা ছেলের জন্য সব ছেলেই খারাপ হতে পারে না । তোমার জন্য, তোমার হত্যাকারীর বিচারের প্রত্যাশায় তাকিয়ে আছে আমার মত আরও অনেক ছেলে । মৃধাত আমার কেউ ছিল না । আমি ওকে চিনিও না । কিন্তু ওর জন্য আমার কষ্ট কম হয়নি । মনে হয়েছিল খুব কাছের একজন বন্ধুকে হারিয়েছি আমি । খুব কাছের ।


আজ মৃধাত নেই । স্মৃতি হয়ে বেঁচে আছে সব বন্ধুর হৃদয়ে । মৃধাতকে কেউ ভুলে যায়নি । মৃধাতের জন্য মানববন্ধন করেছে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা । তার জন্য রাস্তায় নেমে এসেছিল সব মানুষ । মৃধাতের স্মৃতির জন্য বন্ধুরা খুলেছে ফেইছবুক ফ্যান পেইজ । ৭ হাজারের উপরে লাইক , প্রতিদিন মৃধাতের উদ্দেশ্যে পোস্ট প্রমাণ করে মৃধাতের প্রতি মানুষের ভালবাসা । মৃধাত তুমি উপর থেকে দেখছ তো আমাদের ?


আজ মৃধাতের জন্মদিন । মৃধাত যখন ছিল তখন হয়ত অনেক মজা করেই ওর জন্মদিন পালন করা হত । আমি জানি আজ স্বর্গে ওর বন্ধুরা ওর জন্মদিন পালন করবে । তখন কি একবারও ওর মনে পড়বেনা ওর বন্ধুদের কথা , যে বন্ধুরা ওর জন্মদিনে পার্টি দিত ? আমার মনে হয় পড়বে । মৃধাত যে তার বন্ধুদের খুব ভালবাসত ।


ছবিটি মৃধাতের ফেইছবুক ফ্যান পেইজ থেকে নেওয়া

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes